Bangla Subject Review In Bangla

0
11

বাংলা ভাষা ও সাহিত্য

যা পড়ানো হয় :

বাংলা বিভাগে সাধারণত বাংলা সাহিত্যের ইতিহাস, বিভিন্ন উপন্যাস, বড় বড় কবিদের বিখ্যাত কবিতা, বড় বড় সাহিত্যিকদের বিভিন্ন গদ্য পড়ানো হয়। এছাড়া
ফাউন্ডেশন কোর্স হিসেবে এই বিভাগের শিক্ষার্থীরা ইংরেজি ও বাংলা এই দু‘টো বিষয় ভাষা হিসেবে পড়ে থাকে।

পড়াশোনার ধরণ :

অনেকে মনে করেন বাংলার পড়া মানেই ব্যাকরণে ভরপুর! কঠিন! কিন্তু তা নয় বাংলা মূলত সাহিত্যনির্ভর পড়ালেখা। বি.এ. অনার্স ১ম বর্ষ থেকে এম.এ পর্যন্ত এই ৫ বছরের পড়ালেখার বিষয়গুলোতে থাকে ছোটগল্প, উপন্যাস, নাটক, কবিতা ও প্রবন্ধ, বাংলাদেশের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস। ব্যাকরণ থাকে ১ম, ৩য় ও ৪র্থ বর্ষের ১টি করে বিষয়ে। এছাড়াও সহায়ক বিষয় হিসাবে থাকে সমাজতত্ত্ব,ইতিহাস, রাজনীতি বিজ্ঞান,

উচ্চ শিক্ষা :

বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করা যায়। এছাড়া ভারতসহ অন্যান্য কিছু দেশে এ
বিষয়ের উপর উচ্চ শিক্ষা গ্রহণ করার সুযোগ আছে।

জব সেক্টর :

বাংলা নিয়ে পড়াশোনা করে কি করবেন?
হুম, আপনার লক্ষ্য হতে পারে চতুর্মূখী-
বাংলার ক্ষেত্র বিশাল। বাংলা এমন একটি বিষয় যা দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের বিষয়। সুতরাং যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ থাকছে।
(১) বিসিএস : বিসিএসে বাংলার উপর যেসব প্রশ্ন হয় তার প্রায় সবই বাংলা বিভাগের অনার্স মাস্টার্সের সিলেবাস থেকে। বিসিএস দিয়ে যেতে পারেন যেকোন সেক্টরে। এছাড়া বিসিএসে শিক্ষা বিভাগ তো রয়েছেই।
(২) জেনারেল জব :
সাংবাদিকতা, ব্যাংক জব, কিংবা অন্যান্য অনেক প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ থাকছে।
(৩) শিক্ষকতা :
বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেকচারার, অধ্যাপক হিসেবে থাকছে কাজের সুযোগ।
এছাড়া সরকারী-বেসরকারী, এমপিওভুক্ত স্কুল – কলেজে বাংলা বিষয়ের শিক্ষকতা বা অধ্যাপনা করার সুযোগ তো আছেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here